অনলাইন ডেস্ক: বাংলাদেশ তো বটেই পুরো দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠ নারী গোলকিপার “রুপনা চাকমার” বাড়ি। এইটা তার অতিত ইতিহাসের কোন বাড়ি নয়, এইটা তার বর্তমান বাড়ি। মানে, সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে সে এই বাড়ি থেকেই বের হয়ে গেছে, এবং আজকে দেশে এসে আবার এই বাড়িতেই ফেরত যাবে। এখন অবশ্য অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, তবে সেটা অন্য প্রসঙ্গ।
ফুটবল প্রেমি সুহাস চক্রবর্তি নিজের ফেসবুক টাইমলাইনে লেখেন, আমি শুধু বুঝার চেষ্টা করছি, কি পরিমান জীবনি শক্তি থাকলে, কি পরিমান খেলার প্রতি প্যাশন থাকলে, ভালোবাসা থাকলে, ডেডিকেশন থাকলে এই পরিবেশ থেকে উঠে এসে সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যাস্ট অবিশ্বাস্য। আকাশের চেয়েও উঁচু তার স্বপ্ন, এভারেস্টের চেয়েও দৃঢ়তা তার হৃদয়ে, সেজন্যই সে এটা পেরেছে।
যেই সব তরুণ-তরুণী, যুবক-যুবতী কোন জীবন যুদ্ধে হেরে গেলে নিজের পরিবারকে, বেড়ে উঠার পরিবেশকে দোষারূপ করি তাদের জন্য বিশাল মোটিভেশন আমাদের এই গোলকিপার, আমাদের রুপনা চাকমা।