নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জি এম তালেব হোসেনকে সভাপতি ঘোষণা করা হয়েছে। জানা যায় প্রায় দুই বছর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তিনি। গত শনিবার বিকেলে আগামী তিন বছরের জন্য সভাপতি নাম ঘোষণা করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বেলা দুইটার দিকে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। জি এম তালেব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
আওয়ামীলীগের একজন কর্মী বলেন, নরসিংদী জেলার মাটি ও মানুষের নেতা, প্রিয় ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা জি.এম তালেব হোসেন। নরসিংদী জেলা আওয়ামী লীগ এর ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ এ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জি.এম তালেব হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্থ এবং দুঃসময়ের পরীক্ষিত কর্মী। বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এবং ২০২৩ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
জি. এম তালেব হোসেন সভাপতি হওয়ার পর শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার হারিজা আক্তার। সৌজন্য সাক্ষাৎকারে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নরসিংদী জেলা শাখার তৃণমূলকে আরো সুসংগঠিত করার পাশাপাশি নরসিংদী জেলার মাটিকে আওয়ামী লীগের দুর্গ এবং নরসিংদী জেলা আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জানা যায়, দীর্ঘ সাত বছর পর নরসিংদী জেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনের দিন দুপুর থেকে ছয় উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জড়ো হন।
সর্বশেষ ২০১৫ সালের ১৪ জানুয়ারি নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি ও আবদুল মতিন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে জেলা আওয়ামী লীগ।
দ্বন্দ্বের জেরে ২০২০ সালের নভেম্বরে সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়াকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। ওই সময় সহসভাপতি জি এম তালেব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।