অনলাইন রিপোর্ট॥
পরাজয়ের খাতায় আরেকটা অংক যোগ হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।পরাজয় যেন পেছন ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হওয়া চারটি ম্যাচের চারটিতে পরাজিত হলো টাইগার বাহিনী। যেখানে প্রথম তিনটা ম্যাচে কোন প্রকার প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি তারা যদিও পাকিস্তানের বিপক্ষে সাময়িক লড়াইয়ের দূর্গ গড়ে তুলেছিল কিন্তু তাও টিকে থাকেনি। শেষমেষ পাকিস্তান জিতে গেল সাত উইকেট আর এক বল হাতে রেখে। ম্যাচে হারের পর শাকিব বলেন “বিশ্বকাপে কোন দল খেলবে সেটা এখন পরিষ্কার”। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে এভাবেই ক্রিকেটের ভাষায় ওয়াইটওয়াশ হলো বাংলাদেশের সাকিব বাহিনী।
সিরিজ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। শেষ ম্যাচটিতে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টাইগাররা। কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর শেষ ওভারে এসে হেরে গেছে সাকিব আল হাসানের দল। পাকিস্তান জিতেছে ৭ উইকেট আর ১ বল হাতে রেখে।ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আজ আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলেছি। বিশেষ করে মাঝখানের ওভারগুলো। কারণ আমরা ব্যাটিংয়ে মাঝামাঝি ওভারগুলোতে ভালো ক্রিকেট খেলছিলাম না। যেটা আমাদের জন্য একটা পজেটিভ দিক। ব্যাটিংয়ে আমরা যেখানে ছিলাম ভেবেছিলাম আরও কিছু রান হবে। তবে ৫ জন স্পেশাল বোলার নিয়ে ১৭৫ রানও কিন্তু কম নয়।
সাকিব আরও বলেন, আমরা যদি প্রথম ম্যাচ আর শেষ ম্যাচ দেখি তাহলে বলতে পারবো আমাদের অনেক উন্নতি হয়েছে। বিশ্বকাপের আগে আমরা যেমনটা প্রস্তুতি চেয়েছিলাম সেই প্রস্তুতি এই সিরিজ থেকে পেয়েছি। এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে।
বিশ্বকাপ নিয়ে সাকিব বলেন, এই সিরিজে আমরা বেশকিছু পরিবর্তন এনে একাদশ গঠন করেছি। অনেককেই দেখার সুযোগ হয়েছে। ফলে আমরা এখন খুবই পরিষ্কার বিশ্বকাপে কোন দলটাই খেলবে।
তবে এমন সান্তনামূলক কথা বললেও বিশ্বকাপের পূর্বে এমন গুহারা ক্রিকেটপ্রেমীদের মেনে নিতে খুব কষ্ট হচ্ছে এবং এ খেলা দেখার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এমন পারফরমেন্সে অনেক সাধারন দর্শক হতাশা প্রকাশ করেছেন বলে জানা গেছে।