অনলাইন রিপোর্ট॥
বান্দরবানের আলীকদম উপজেলার খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় ও বারেক কলোনিতে পৃথকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এতে আগুন লেগে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় ও বারেক কলোনিতে এ অগ্নিকাণ্ড হয় বলে আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান।
তিনি বলেন, “হঠাৎ কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্ত ততক্ষণে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।”
বান্দরবানে আগুনে পুড়েছে ১২ দোকান ও ঘর
আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পার্টসের দোকানের মালিক নজরুল ইসলাম বলেন, আগুনে তার দোকানের প্রায় পাঁচ লাখ টাকার বেশি মূল্যের মালামাল পুড়ে গেছে।
তবে স্থানীয় দোকান মালিক সানোয়ারা বেগম এবং আনোয়ারের মতে পূর্ব শত্রুতা বসত কেউ আগুন লাগিয়ে রাখতে পারে বলে তারা ধারণা করছেন। অগ্নিকাণ্ডের ফলে তারা মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন এই ক্ষয়ক্ষতি থেকে বের হয়ে আসতে দীর্ঘ সময় লাগবে বলে তারা জানান।
অগ্নিকাণ্ডের কারণ কি জানতে চাইলে আলিকদম ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. শাহদাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যাবে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে আলিকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম জানিয়েছেন।