জবি প্রতিবেদকঃ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে আবৃত্তিকারদের ভূমিকা অনস্বীকার্য। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে; দেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত থেকে আবৃত্তিকারদের অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই একটি সচেতন ভূমিকা থাকে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকাতে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ এসব কথা বলেন। আয়োজনটি ছিলো আবৃত্তি একাডেমীর দুই যুগ পূর্তি উপলক্ষ্যে ‘আবৃত্তি উৎসব’।
অনুষ্ঠানে অধ্যাপক কামালউদ্দীন আহমদ বলেন, আমাদের সকল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সারথী আবৃত্তি একাডেমী। আবৃত্তি একাডেমীকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইন্টারনেট সংস্কৃতির এই যুগে তাদের কার্যক্রম চোখে পডার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার মামুনুর রশীদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মৃন্ময় মিজান এবং একাডেমীর পরিচালক কামরুল ইসলাম জুয়েল প্রমুখ।