ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফের অগ্নিকাণ্ড, রাজবাড়ীতে নিহত ২

অনলাইন রিপোর্ট॥
বৈদ্যুতিক শর্ট-সার্কিটের সূত্র ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের আনছার মেম্বার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায় উক্ত অগ্নিকাণ্ডে দুটি টিন সেটের সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে নয়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় তাসমিয়া (৮) নামে এক শিশু ও লাল বড় (৯০) নামের এক বৃদ্ধা আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছেন। উক্ত এলাকার বাতাস স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে।
তাসমিয়া স্থানীয় রমজান আলী মোল্লার মেয়ে। সে ছিলো গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃদ্ধা লাল বড় রমজান আলী মোল্লার দাদি।আগুনে পুড়ে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। তিনি জানান, সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস সদস্যরা এবং এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দুইজন মারা যান।
তিনি বলেন, আমি ও উপজেলা চেয়ারম্যান তাৎক্ষনিকভাবে ঘটনাস্থনে এসেছি। নিহত দুই ব্যক্তিকে দাফনসহ প্রাথমিক কাজগুলো করার চেষ্টা করছি। তিনি বলেন, গোয়ালন্দ ফায়ার সার্ভিস এর তথ্য অনুসারে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বিগত বছরে ঢাকার চক বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড সারা বাংলাদেশে যে ভীতির সঞ্চার করেছিল তা এখন পর্যন্ত মানুষের হৃদয়ে দাগ কেটে রয়েছে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করলে যে মারা যায় তার পরিবারই বুঝে স্বজন হারানোর তীব্র অন্তর দহন। গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি বলেন, চোখের সামনে আপন ব্যক্তিরা পুড়ে গেলে কেমন লাগে বলে বুঝানো যাবে না। এমন দুর্ঘটনা অসহ্য বেদনার।
Tag :
আপলোডকারীর তথ্য

ফের অগ্নিকাণ্ড, রাজবাড়ীতে নিহত ২

প্রকাশিত : ০১:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
অনলাইন রিপোর্ট॥
বৈদ্যুতিক শর্ট-সার্কিটের সূত্র ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডের আনছার মেম্বার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায় উক্ত অগ্নিকাণ্ডে দুটি টিন সেটের সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে নয়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় তাসমিয়া (৮) নামে এক শিশু ও লাল বড় (৯০) নামের এক বৃদ্ধা আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছেন। উক্ত এলাকার বাতাস স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে।
তাসমিয়া স্থানীয় রমজান আলী মোল্লার মেয়ে। সে ছিলো গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃদ্ধা লাল বড় রমজান আলী মোল্লার দাদি।আগুনে পুড়ে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। তিনি জানান, সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস সদস্যরা এবং এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দুইজন মারা যান।
তিনি বলেন, আমি ও উপজেলা চেয়ারম্যান তাৎক্ষনিকভাবে ঘটনাস্থনে এসেছি। নিহত দুই ব্যক্তিকে দাফনসহ প্রাথমিক কাজগুলো করার চেষ্টা করছি। তিনি বলেন, গোয়ালন্দ ফায়ার সার্ভিস এর তথ্য অনুসারে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বিগত বছরে ঢাকার চক বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড সারা বাংলাদেশে যে ভীতির সঞ্চার করেছিল তা এখন পর্যন্ত মানুষের হৃদয়ে দাগ কেটে রয়েছে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করলে যে মারা যায় তার পরিবারই বুঝে স্বজন হারানোর তীব্র অন্তর দহন। গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি বলেন, চোখের সামনে আপন ব্যক্তিরা পুড়ে গেলে কেমন লাগে বলে বুঝানো যাবে না। এমন দুর্ঘটনা অসহ্য বেদনার।