অনলাইন রিপোর্ট॥
মতিঝিলে না জানিয়ে গার্মেন্টস কারখানা স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধের ঘটনায় মতিঝিলসহ আশপাশের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে অফিসগামী মানুষসহ অন্যদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও তারা সড়ক ছাড়েননি। মঙ্গলবার বেলা ১১টার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তায় বসে বিক্ষোভ করছিলেন।
রাজধানীর মতিঝিলের ওলিও গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের না জানিয়ে তাদের কারখানা কেরানীগঞ্জে স্থানান্তর করেছে। এর প্রতিবাদে মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাঁচশতাধিক বিক্ষুব্ধ কর্মী। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ ঢাকা টাইমসকে বলেন, ‘সকাল থেকে গার্মেন্টসকর্মী সড়ক অবরোধ করায় মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে, যাতে দ্রুত তারা সড়ক ছেড়ে দেন।’
এদিকে তিন ঘণ্টার সড়ক অবরোধের ফলে মতিঝিলের আল হেলাল থেকে কমলাপুর, শাপলা চত্বর, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের সবগুলো পয়েন্ট বন্ধ রয়েছে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক বন্ধ থাকায় যানবাহন চলাচল করতে পারছে না।