অনলাইন রিপোর্ট॥
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র লিডার ফেলোশিপ প্রোগ্রামের গ্রেজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডেন্ট সদস্য গোপালগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ( অবঃ) মোঃ ফারুখ খান।
গোপালগঞ্জ- ১ আসনের এমপি লেফটেন্যান্ট কর্নেল ( অবঃ) মোঃ ফারুক খান উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে ভবিষ্যতের তরুণ প্রজন্মের যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে ভবিষ্যতে বিশ্বের বুকে সর্বোচ্চ আসনে আসীন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেক্টর- বাই- সেক্টর সহযোগিতার মাধ্যমে সকল জননীতি বিষয়ে সংখ্যালঘু সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠদের মধ্যে সামাজিঅ, নাগরিক ও অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে USAID এর সার্বিক তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশে উক্ত Senior Leader Fellowship Program অনুষ্ঠিত হয়।