অনলাইন রিপোর্ট॥
মঙ্গলবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত খাদ্য উপ-কমিটির সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। দায়িত্বের বাইরে গিয়ে কেউ শৃঙ্খলাচ্যুতি ঘটাবেন না।’
বিএনপির রাষ্ট্র সংস্কারের ২৭ দফা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে রাষ্ট্র বিশ্বের বিস্ময়, সে রাষ্ট্রকে তারা কী মেরামত করবে। ক্ষমতায় থাকা অবস্থায় তারা (বিএনপি) রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। ক্ষমতায় না এলে বিএনপি নদীতে ভেসে যাবে।
বাংলাদেশকে এখন চেনায় যায় না দাবি করে তিনি বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ক্ষমতায় এসে বাংলাদেশের অচলাবস্থা করেছিল বিএনপি। শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকার সেই বাংলাদেশের উন্নয়ন সাধন করেছে।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মহিলা সম্পাদক জাহানারা বেগম উপস্থিত ছিলেন।