অনলাইন রিপোর্ট॥
আজ (২৭ ডিসেম্বর) ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এই বৃষ্টি হয়। আবহাওয়া অফিস এই সময়ের মধ্যে দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এই বৃষ্টির পর ভোরে কুয়াশায় ঢাকা ছিলো রাজশাহীর প্রকৃতি। একটু দূরের কিছুই দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে। তবে আগের দুই দিনের চেয়ে এ দিন ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে বেশি।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, মঙ্গলবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। তারও আগের দিন শনিবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনদিনের আবহাওয়ার হিসেবে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। বৃষ্টির কারণে কুয়াশা একটু বেড়েছে বলে মনে হচ্ছে। এখনও রাজশাহীর আকাশ মেঘলা রয়েছে। কুয়াশাও রয়েছে চারপাশে। এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর আগে গত ২৫ অক্টোবর রাজশাহীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিলো।