আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম দোলন হোসাইন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন দিন শুনানি শেষে আজ রোববার বেশ কয়েকটি পর্যবেক্ষণের পাশাপাশি এ আদেশ দেন।
আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন। তবে নির্বিচারে গুলি করা যাবে না।
আদেশের পর জৈষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, মিছিল সমাবেশে সরাসরি গুলি না চালানোর নির্দেশনা ও কোটা আন্দোলনকারীদের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়ে যে আবেদনটি করা হয়েছিল, সেটা আজ সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সংবাদ শিরোনাম :
গুলি না চালানোর রিট সরাসরি খরিজ করে দিলো আদালত।
-
রক্তিম সূর্য ডেস্ক
- প্রকাশিত : ০২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- ৫৭৮ বার পঠিত
Tag :