ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস এর এক্সামিনার অফ একাউন্টস মুহাম্মদ সেলিম মিয়ার লাগামহীন দুর্নীতি

সর্বশরীরে ঘা, ঔষধ লাগাবো কোথায়? দেশের চলমান অবস্থা যখন এমন বেশামাল, ঠিক তখনই প্রাকৃতিক নিয়মে সকল বৈষম্য, অনিয়ম, দুর্নীতি ও অরাজকতা দমনের প্রত্যয়ে আবির্ভুত হয়েছে অন্তবর্তী কালীন সরকার, ছাত্র, নতুন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই সরকারের কাছে জাতির প্রত্যাশাও আকাশচুম্বী।
ঢাকা রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস এক্সামিনার অফ একাউন্টস মুহাম্মদ সেলিম মিয়ার লাগামহীন দুনীতির বেশ কিছু প্রমাণ আমাদের কাছে এসেছে, তিনি টাকার বিনিময়ে যে কোন কাজ করতে পারেন, এমন কি রাষ্ট্র ও প্রতিষ্ঠানের আইন, নিয়ম, নীতিরও তিনি পরোয়া করেন না, তিনি মুশকিল অসানের এক মহা সাম্রাজ্য গড়ে তুলেছেন। এখানে চাকরীর সুবাদে বনে গেছেন বিপুল অর্থের মালিক।
বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ম-নীতি বা গঠণতন্ত্রের তোয়াক্কা না করে গঠণতন্ত্রের পরিবর্তন, পরিবর্ধণ সাধন, রেজিষ্ট্যার্ড কার্যকারী সদস্যের নাম পরিবর্তন এমন কি যথাযথ নীতিমালা অনুস্বরণ না করে সদস্যের নাম বাদ দেয়া সহ অসংখ্য অভিযোগ পাওয়া গেছে, যার সত্যতা যাচাইয়ে কাজ করছে আমাদের বিশেষ টিম। ।
তার এতো ক্ষমতার উৎস পরবির্তী অনুসন্ধানী রিপোর্টে প্রকাশ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঢাকা রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস এর এক্সামিনার অফ একাউন্টস মুহাম্মদ সেলিম মিয়ার লাগামহীন দুর্নীতি

প্রকাশিত : ১১:৫৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

সর্বশরীরে ঘা, ঔষধ লাগাবো কোথায়? দেশের চলমান অবস্থা যখন এমন বেশামাল, ঠিক তখনই প্রাকৃতিক নিয়মে সকল বৈষম্য, অনিয়ম, দুর্নীতি ও অরাজকতা দমনের প্রত্যয়ে আবির্ভুত হয়েছে অন্তবর্তী কালীন সরকার, ছাত্র, নতুন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই সরকারের কাছে জাতির প্রত্যাশাও আকাশচুম্বী।
ঢাকা রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস এক্সামিনার অফ একাউন্টস মুহাম্মদ সেলিম মিয়ার লাগামহীন দুনীতির বেশ কিছু প্রমাণ আমাদের কাছে এসেছে, তিনি টাকার বিনিময়ে যে কোন কাজ করতে পারেন, এমন কি রাষ্ট্র ও প্রতিষ্ঠানের আইন, নিয়ম, নীতিরও তিনি পরোয়া করেন না, তিনি মুশকিল অসানের এক মহা সাম্রাজ্য গড়ে তুলেছেন। এখানে চাকরীর সুবাদে বনে গেছেন বিপুল অর্থের মালিক।
বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ম-নীতি বা গঠণতন্ত্রের তোয়াক্কা না করে গঠণতন্ত্রের পরিবর্তন, পরিবর্ধণ সাধন, রেজিষ্ট্যার্ড কার্যকারী সদস্যের নাম পরিবর্তন এমন কি যথাযথ নীতিমালা অনুস্বরণ না করে সদস্যের নাম বাদ দেয়া সহ অসংখ্য অভিযোগ পাওয়া গেছে, যার সত্যতা যাচাইয়ে কাজ করছে আমাদের বিশেষ টিম। ।
তার এতো ক্ষমতার উৎস পরবির্তী অনুসন্ধানী রিপোর্টে প্রকাশ করা হবে।