ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারত মহাসাগরে ইরান-রাশিয়ার মহড়া, পর্যবেক্ষণ করল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে হামাস-হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধ ঘিরে চলমান উত্তেজনার মাঝে ভারত মহাসাগরে সামরিক মহড়া চালিয়েছে ইরান। রাশিয়া ও ওমানের অংশগ্রহণে ইরানের আয়োজিত এই নৌ মহড়া পর্যবেক্ষণ করেছে অন্য নয়টি দেশ। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে এই মহড়ার তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার ভারত মহাসাগরে ইরানের আয়োজিত সামরিক নৌ মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া ও ওমান। এছাড়া অন্য ৯টি দেশ নৌ মহড়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিল।

ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ইমেক্স-২০২৪ নামের এই মহড়ার উদ্দেশ্য ‘‘এ অঞ্চলে যৌথ নিরাপত্তা বৃদ্ধি, বহুপাক্ষিক সহযোগিতার প্রসার এবং শান্তি, বন্ধুত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতার প্রদর্শন করা।’’

প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা কৌশলের চর্চা, সামুদ্রিক রুট রক্ষা, মানবিক ব্যবস্থার বৃদ্ধি এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করবে।

ইরান এই নৌ মহড়া এমন এক সময় শুরু করেছে যখন ওই অঞ্চলে গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে। একই সময়ে এই যুদ্ধ ঘিরে ওই অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনের সমর্থনে সিরিয়া, ইরাক ও ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ইরান। গত মার্চে ওমান উপসাগরে পঞ্চম যৌথ নৌ মহড়ার আয়োজন করে ইরান, চীন এবং রাশিয়া। তবে শনিবারের মহড়া পর্যবেক্ষণকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং থাইল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারত মহাসাগরে ইরান-রাশিয়ার মহড়া, পর্যবেক্ষণ করল বাংলাদেশ

প্রকাশিত : ০৮:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মধ্যপ্রাচ্যে হামাস-হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধ ঘিরে চলমান উত্তেজনার মাঝে ভারত মহাসাগরে সামরিক মহড়া চালিয়েছে ইরান। রাশিয়া ও ওমানের অংশগ্রহণে ইরানের আয়োজিত এই নৌ মহড়া পর্যবেক্ষণ করেছে অন্য নয়টি দেশ। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে এই মহড়ার তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার ভারত মহাসাগরে ইরানের আয়োজিত সামরিক নৌ মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া ও ওমান। এছাড়া অন্য ৯টি দেশ নৌ মহড়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিল।

ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ইমেক্স-২০২৪ নামের এই মহড়ার উদ্দেশ্য ‘‘এ অঞ্চলে যৌথ নিরাপত্তা বৃদ্ধি, বহুপাক্ষিক সহযোগিতার প্রসার এবং শান্তি, বন্ধুত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতার প্রদর্শন করা।’’

প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা কৌশলের চর্চা, সামুদ্রিক রুট রক্ষা, মানবিক ব্যবস্থার বৃদ্ধি এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করবে।

ইরান এই নৌ মহড়া এমন এক সময় শুরু করেছে যখন ওই অঞ্চলে গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে। একই সময়ে এই যুদ্ধ ঘিরে ওই অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনের সমর্থনে সিরিয়া, ইরাক ও ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ইরান। গত মার্চে ওমান উপসাগরে পঞ্চম যৌথ নৌ মহড়ার আয়োজন করে ইরান, চীন এবং রাশিয়া। তবে শনিবারের মহড়া পর্যবেক্ষণকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং থাইল্যান্ড।