ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

খুবির শিক্ষার্থীকে মারধর করায় বিএনপির দুই নেতা বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধরের ঘটনায় দলের দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। একইসঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজুল আবেদনী সম্পদ বলেন, নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে তানভীরের বাড়ি। গত ১৩ ডিসেম্বর রাতে কিছু বখাটে তাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তাদের গেট থেকে সরে যেতে বলায় তারা তর্কে জড়ায়। একপর্যায় ডালিম, সজলসহ অন্যান্যরা তানভীরকে বেদম মারধর করে এবং ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা বিএনপি নেতাদের জানাই। তারা ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলেন। ১৪ ডিসেম্বর আমরা লিখিত অভিযোগ দিই। পরে জানতে পারি ওই দুইজনকে বহিষ্কার করা হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ছাত্রদের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই।

মোহাম্মদ মিলন/এমজেইউ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয়

খুবির শিক্ষার্থীকে মারধর করায় বিএনপির দুই নেতা বহিষ্কার

প্রকাশিত : ০৯:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধরের ঘটনায় দলের দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। একইসঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজুল আবেদনী সম্পদ বলেন, নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে তানভীরের বাড়ি। গত ১৩ ডিসেম্বর রাতে কিছু বখাটে তাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তাদের গেট থেকে সরে যেতে বলায় তারা তর্কে জড়ায়। একপর্যায় ডালিম, সজলসহ অন্যান্যরা তানভীরকে বেদম মারধর করে এবং ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা বিএনপি নেতাদের জানাই। তারা ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলেন। ১৪ ডিসেম্বর আমরা লিখিত অভিযোগ দিই। পরে জানতে পারি ওই দুইজনকে বহিষ্কার করা হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ছাত্রদের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই।

মোহাম্মদ মিলন/এমজেইউ