জবি সংবাদদাতাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিলোসোফি কালচারাল ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শীতবস্ত্র বিতরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ফিলোসোফি কালচারাল ক্লাবের অনলাইন মিটিংয়ে প্রধান অতিথি বক্তব্যে ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক জসিম খান বলেন,“শীতার্ত মানুষের পাশে দাঁড়াই অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাই”।
মডারেটর বলেন, যার যেমন সামর্থ আছে সে তার জায়গা থেকে যেন আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেন। আগামী রবিবার থেকে বিভাগে চতুর্থ ও পঞ্চম তলায় শীতবস্ত্র গ্রহণের জন্য বাক্স রাখা হবে। সবাই নিজের সামর্থ অনুযায়ী সাহায্য করবেন।
তিনি বলেন, আজ থেকে মোটামুটি ভালই শীত শুরু হয়েছে। শীতের কাপড় ব্যবহার করতে হচ্ছে। সামনে ধীরে ধীরে আরও বাড়বে। যাদের সাধ্য আছে তারা অনেক প্রটেকশন নিয়েও শীতে আক্রান্ত হই। যাদের সাধ্য নাই তাদের কি অবস্থা তাহলে? তারা কতটা দুর্দিন পাড় করে? শীতের তীব্রতা অনেক বেশী এবং সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যাও বেশী।
এ বছর শীত মৌসুমে সবার সহযোগিতায় আমরা শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র উপহার দিতে চাই। উষ্ণতার হাসি ফোঁটাতে চাই।
এবার শীতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিলোসোফি কালচারাল ক্লাবের পক্ষ থেকে ফান্ড সংগ্রহে নেমেছি। ইতিমধ্যে আমাদের সামান্য কিছু ফান্ড সংগ্রহ হয়েছে। আগামী ১১ ডিসেম্বর/২২ইং রোজ: রবিবার থেকে বিভাগেও শীতবস্ত্র সংগ্রহ কার্যক্রম চলবে।
অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি/সংস্থার নিকট বিনীত আবেদন আমাদের শীতবস্ত্র বিতরণ ফান্ডে সাহায্য করুন।
আপনি শীতবস্ত্র বা অর্থ দিতে পারেন।
সাহায্য পাঠাতে-Bkash/Nagod/-01876117238