ডেস্ক রিপোর্ট ॥ বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম (বিপিএম)। গত ২৮ আগস্ট রবিবার সকাল ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন ২৫ তম বিসিএস এ নিয়োগ প্রাপ্ত এই মেধাবী চৌকশ কর্মকর্তা। যোগদানকালে জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
একাধিক ব্যাক্তি বলেন, নিয়োগ প্রাপ্তির এই অল্পকালেই বরিশালের জনমানুষের আত্মার আপনজন হয়ে ওঠেছেন তাঁর মেধা, মনন, প্রজ্ঞায়, বরিশালের পুলিশ বিভাগকে আরও গণমুখী করতে তাঁর নিরলস পরিশ্রম শতভাগ বাহবা প্রাপ্তির দাবিদার। অতি সল্প সময়ের মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে সুফল ও ভোগ করতে শুরু করেছে স্থানীয় জনগন।
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর “জিরো টলারেন্স” নীতি, জেলার অন্তর্গত প্রতিটি থানা এবং থানা এলাকার সার্বক্ষণিক নজরদারির জন্য বরিশাল থেকে বিলুপ্ত হয়েছে চাঁদাবাজি,খুন,গুম, রাহাজানির মতো জঘন্য কর্মকাণ্ড।
তাঁর কাছে গিয়ে বিনা বিচারে ফেরত আসা ভিকটিম খুঁজে পাওয়া যেমন দুষ্কর তেমনি তার প্রতিষ্ঠানের সহকর্মীদের সাথে তাঁর ভ্রাতৃসুলভ আচরণ আপন রক্তের আত্মীয়ের বন্ধনকেও হার মানায়।
বরিশাল শহরকে আরো নিরাপদ করে গড়ে তোলার প্রয়াসে তাঁর কর্মস্পৃহা এবং চলমান জনহিতৈষী কর্মসূচী তাঁকে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ শিখরে আহরণ করাবে এই আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সুধীজন।