আশ্বিনের শেষভাগে বৃষ্টির যে আনাগোনা শুরু হয়েছিল, তার তোড় এখনও চলছে। তবে শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকালে কিছুটা বিরতি দিয়ে দুপুরের পর ফের বৃষ্টি শুরু হয়। তবে ভোর থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “বৃষ্টি আগের তুলনায় কমছে, শনিবার থেকে আরও কমে যাবে।”
- এছাড়া মৌসুমী বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর উত্তাল রয়েছে। ঝড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।