ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা চলছে

সুপরিকল্পিত একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক। তিনি বলেন, শহীদ সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু বর্বর নয় বরং একটি ঘৃণ্য হত্যাকাণ্ড।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের এক বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, আজ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই— মানুষের এই ক্ষোভ, হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝার চেষ্টা করুন। সব হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে শুধু বিচারের আওতায় আনলে চলবে না। এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, সেই নেপথ্যের খুনিদের বের করে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা চলছে

প্রকাশিত : ০৯:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

সুপরিকল্পিত একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক। তিনি বলেন, শহীদ সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু বর্বর নয় বরং একটি ঘৃণ্য হত্যাকাণ্ড।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের এক বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, আজ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই— মানুষের এই ক্ষোভ, হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝার চেষ্টা করুন। সব হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে শুধু বিচারের আওতায় আনলে চলবে না। এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, সেই নেপথ্যের খুনিদের বের করে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।