অনলাইন রিপোর্ট॥
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে শেষ হলো বাংলাদেশ কন্সুলেট আয়োজিত তিন দিনব্যাপী প্রবাসী বাঙালীর প্রাণের বইমেলা ও সংস্কৃতি উৎসব। শুক্রবার থেকে রোববার অনুষ্ঠিত আয়োজন এর উদ্যোক্তা ছিল বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত।
দুই দিনের ন্যায় শেষ দিনেও ছিল জমজমাট আয়োজন। আমিরাতে প্রবাসী বই প্রেমীদের দ্বারা মুখর ছিল তিনদিন ব্যাপী এই বইমেলা প্রাঙ্গণ। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি নেতাদের এবং আমিরাতে অবস্থিত বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। এবারের মতো করে ভবিষ্যতেও এমন বইমেলার আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।