ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, শপথ গ্রহণ বিকালে

অনলাইন রিপোর্ট॥
মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। বেশ কয়েকদিনের নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর এ ঘোষণা আসে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হিসেবে রাজার কাছে শপথ নেবেন।
মালয়েশিয়ার নির্বাচনে আনোয়ার ইব্রাহিম বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। এর ফলে ঝুলন্ত সংসদ তৈরি হয়। আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) পার্টি ২০১৮ সালে প্রথম ইতিহাস তৈরি করেছিল, পরে এটি বারিসান ন্যাশনালের রাজত্বের অবসান ঘটায়। কিন্তু দুই বছর পরে ক্ষমতা হারায় যখন তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন এবং শাসক জোট ভেঙে পড়ে মালয়েশিয়াকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিমজ্জিত করে।
ব্রিটেনের কাছ থেকে মালয়েশিয়ার স্বাধীনতা লাভের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটি পরিচালনা করেছে দুর্নীতিতে জর্জরিত বারিসান ন্যাশনাল কোয়ালিশন। আনোয়ার ও মহিউদ্দিন উভয়েই দাবি করেছিলেন, তাদের জোটের সরকার গঠনের মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, শপথ গ্রহণ বিকালে

প্রকাশিত : ০২:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
অনলাইন রিপোর্ট॥
মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। বেশ কয়েকদিনের নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর এ ঘোষণা আসে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হিসেবে রাজার কাছে শপথ নেবেন।
মালয়েশিয়ার নির্বাচনে আনোয়ার ইব্রাহিম বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। এর ফলে ঝুলন্ত সংসদ তৈরি হয়। আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) পার্টি ২০১৮ সালে প্রথম ইতিহাস তৈরি করেছিল, পরে এটি বারিসান ন্যাশনালের রাজত্বের অবসান ঘটায়। কিন্তু দুই বছর পরে ক্ষমতা হারায় যখন তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন এবং শাসক জোট ভেঙে পড়ে মালয়েশিয়াকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিমজ্জিত করে।
ব্রিটেনের কাছ থেকে মালয়েশিয়ার স্বাধীনতা লাভের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটি পরিচালনা করেছে দুর্নীতিতে জর্জরিত বারিসান ন্যাশনাল কোয়ালিশন। আনোয়ার ও মহিউদ্দিন উভয়েই দাবি করেছিলেন, তাদের জোটের সরকার গঠনের মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে।